সোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অর্থ নাকি পরিবার!

অর্থ নাকি পরিবার!

অবশ্যই আর্থিক সাবাবলম্বী Financial Security খুবই জরুরী কিন্তু AT WHAT EXPANSE আমি যদি অর্থের পিছনে ছুটতে ছুটতে যদি পরিবারটাকে আমি ভেঙে ফেলি এবং আমি মনে করি যে সেটাই স্বাভাবিক ও আমি তো ব্যস্ত ছিলাম। আমি যদি পরিবারে ATTENTION না দেই THEN আমার কষ্টের সময় কেউ আমার সাথে থাকবে না। আমাদের চারপাশে অনেক আয়োজন দেখতে পাই সেটা পহেলা ফাল্গুন হোক VALENTINE’S DAY হোক কিন্তু এই উপলক্ষ গুলার থেকে এই আয়োজন গুলোর থেকে অনেক বেশি IMPORTANT আসলে আত্মসমালোচনা। আত্মসমালোচনা এই জায়গায় যে আমি, আমি বাবা হিসেবে কেমন? আমি মা হিসেবে কেমন? আমি স্বামী হিসেবে কেমন? আমি স্ত্রী হিসেবে কেমন?

আমি কি আসলেই সম্পর্কের যত্ন নিচ্ছি? নাকি ওই একদিনের SELFIE তোলা তে আমি ব্যস্ত আছি? ঐ আত্মসমালোচনা আমাদের সম্পর্ক গুলোকে সত্যিকার অর্থে ভালো রাখবে!

লেখক: ইয়াহিয়া আমিন

MSc – Psychology, University of London
President- LifeSpring Foundation
Chairman- LifeSpring Limited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *